নতুন প্রকাশনা সমূহ:

কম্পিউটারে ফোল্ডার ডিলিট না হলে যা করবেন জেনে নিন

কম্পিউটারের হার্ড ড্রাইভে অনেক সময় একটি ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার তৈরি করার প্রয়োজন হতে পারে। আবার কখনো তা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে গেলে সেটি দেখার (সোর্স) ঠিকানা অনেক দীর্ঘ হয়, ফলে সেই ফোল্ডারকে আর কপি, সরানো (মুভ) বা মুছে (ডিলিট) ফেলা যায় না। সাধারণত ফাইল ও ফোল্ডার তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ ২৬০ থেকে ২৫৬ অক্ষর পর্যন্ত নাম ব্যবহার করা যায়। কিন্তু যখন এই অক্ষরের সংখ্যার সাথে ফোল্ডার তৈরির সংখ্যার সীমা অতিক্রম হয়, তখন উইন্ডোজ সেই ফাইল বা ফোল্ডার কে চিনতে পারে না, তাই Source or Destination Path too Long বার্তা দেখায় এবং সেটিকে কপি, সরানো ও মুছে ফেলার ক্ষেত্রে বাধা দেয়। এমন সমস্যায় পড়লে আগে কম্পিউটারে নিবন্ধিত অ্যান্টিভাইরাস দিয়ে ভাইরাস স্ক্যান করে নিন। এবার ঠিক প্রথমের যে ফোল্ডারটির মধ্যে অনেক ফোল্ডার তৈরি হয়ে আছে, সেটি নির্বাচন করুন। তাতে ডান ক্লিক করে Rename-এ ক্লিক করুন। এবার এটির নাম ১ লিখে এন্টার দিন। এভাবে প্রতিটি ফোল্ডারের মধ্যে গিয়ে তা Rename করে ১ লিখে এন্টার করুন। ফোল্ডার মাউস দিয়ে নির্বাচন করে কিবোডের্র F2 বোতাম চাপলেও নাম পরিবর্তন (রিনেম) করা যাবে। একই ফোল্ডারে আবার পাশাপাশি একাধিক ফোল্ডার থাকলে পর্যায়ক্রমে ১, ২, ৩ লিখে প্রতিটির নাম পরিবর্তন করে দিন।
এভাবে সব ফোল্ডারের নাম পরিবর্তন করা হলে ফোল্ডারের নামের অক্ষরসংখ্যা কমে যাবে এবং দীর্ঘ ঠিকানা ছোট হয়ে যাবে; তখন সেটি ডিলিটের সময় আর কোনো বাধা থাকবে না। সব নাম পরিবর্তন করা হলে শুরুর ফোল্ডার নির্বাচন করে Delete বোতাম চাপলে সেই ফোল্ডারের সব ফাইল মুছে যাবে।

আরো জানতে পরের পোষ্ট এর জন্য অপেক্ষা করুন।

ধন্যবাদ

Leave a Reply

Diploma Engineers

ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ার ব্লগ ’ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতামত প্রকাশের একটি মাধ্যম যাতে ...
View

পূঞ্জিকা

April ২০২৪
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০