নতুন প্রকাশনা সমূহ:

বিদেশে পড়তে চাইলে খেয়াল রাখতে হবে কিছু বিষয়

বিদেশে পড়তে যাওয়ার আগে পর্যাপ্ত খোঁজখবর নিতে হবে তরুণদের।  এ সময়ের তরুণেরা দেশের বাইরে পড়তে যাওয়ার বিষয়ে বেশ আগ্রহী। অনেক সময় দরকারি বিষয়ে পর্যাপ্ত না জানার কারণে তাঁরা বিভ্রান্ত হয়ে পড়েন। উচ্চমাধ্যমিক বা এ লেভেল পরীক্ষা শেষ করেই ভালো প্রস্তুতি না নিয়ে আইইএলটিএস বা টোফেল পরীক্ষা দিতে বসে যান। ভালো প্রস্তুতি বা পড়াশোনা না করেই পরীক্ষার জন্য নিবন্ধন করে ফেলেন। ফলে দেখা যায়, আশানুরূপ ফল না হওয়ার কারণে কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন না। তাই সব বিভ্রান্তি দূর করার জন্য তরুণদের কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে।

যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যেতে চান, সেই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ সুবিধা দিচ্ছে কি না?
প্রতিষ্ঠানটি কি প্রধান শহরে নাকি শহরের বাইরে?
শিক্ষাপ্রতিষ্ঠানটির আশপাশে কোনো বন্ধু বা আত্মীয় থাকে কি না?
কোর্স ফি কত, তা দেওয়ার সামর্থ্য আছে কি না?
বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার সঙ্গে আবাসিক ব্যবস্থা আছে কি না?
সেখানে থাকা-খাওয়ার খরচ বহন করতে পারবেন কি না?
 
এগুলো হচ্ছে কোনো একটা দেশে পড়তে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় পছন্দ করার পূর্বশর্ত।
এখন আসি কোর্স পছন্দ করার আগে কোন কোন বিষয়ে খেয়ালরাখতে হবে।
ডিগ্রিটি কী ধরনের? ভর্তি হওয়ার যোগ্যতা কী এবং অন্যান্য কী কী সুবিধা আছে?
যে বিষয় বেছে নিচ্ছেন, তা ভবিষ্যতের জন্য কতখানি কার্যকর?
যে ডিগ্রি আপনি নিতে যাচ্ছেন, তা নিজের দেশে স্বীকৃত কি না? এই ডিগ্রিতে আপনি সন্তুষ্ট কি না?
ডিগ্রিটি কীভাবে মূল্যায়ন করা হবে?
ইংরেজিতে খুব দক্ষ না হলে বিদেশে পড়তে গেলে নানা রকম ঝক্কি-ঝামেলায় পড়তে হয়। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকতে হবে। বর্তমানে আইইএলটিএস যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে অনুমোদিত এবং গৃহীত।
 
ইন্টারনেটের সহায়তা নিয়ে বিভিন্ন দেশের দূতাবাস, সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে খোঁজ নেওয়া যেতে পারে।
সঠিক তথ্য না জানার কারণে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সময় সমস্যায় পড়েন। অনেক সময় প্রতারিতও হন।
একটি কথা মনে রাখতে হবে, প্রতিদিন প্রতিটি সময়ে কিছু না কিছু পরিবর্তন আসছে, সে ক্ষেত্রে ওয়েবসাইটের মাধ্যমে যত বেশি নিজেকে অনুসন্ধানী এবং জ্ঞানসম্পন্ন করা যাবে, তত বেশি বাইরে পড়তে যাওয়া সহজ হয়ে আসবে।

Leave a Reply

Diploma Engineers

ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ার ব্লগ ’ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতামত প্রকাশের একটি মাধ্যম যাতে ...
View

পূঞ্জিকা

April ২০২৪
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০