নতুন প্রকাশনা সমূহ:

অনলাইনে আপনার সবকিছু নিরাপদে রাখুন আজীবন

আসসালামুআলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন । নিশ্চয় টাইটেলটা দেখে বুঝতে পারছেন আমি আপনাদের জন্য দারুন একটা টিপস নিয়ে হলাম । এখন থেকে অনলাইনে আপনি আপনার প্রোজনীয় সবকিছু রাখতে পারবেন । যেমন :- অডিও-ভিডিও , সকল ধরনের ইবুক এবং দরকারি সকল ফাইল-পতর্ রাখতে পারবেন পাসওয়ার্ডে মাধ্যমে । পেনড্রাইব হারিয়ে যেতে পারে বা ভাইরাসে আক্রমণ করতে পারে চিন্তা করবেন না আপনার ফাইলগুলির কিছুই হবে না । কারণ , আছে google docs বা google drive । যখন যেটা প্রয়োজন হবে তা আপলোড করে নিতে পারবেন । কিভাবে করবেন দেখে নিন :

প্রথমে গুগলে একটা একাউন্ট তৈরী করে নিন । এরপর http://www.drive.google.com যান আপনার তৈরী করা একাউন্টের পাসওয়ার্ড দিয়ে কাজ শেষ করুন । এরপর আপনি ইচ্ছা মত মোট ১৫জিবি পর্যন্ত আপলোড করতে পারবেন । যদি এরপরও আপনার আরো ফাইল আপলোড করার দরকার হলে নতুন করে একটা একাউন্ট খুলে নিন । ফাইল আপলোড করুন কোনো ক্ষতি হবে না কারণ কেউ দেখতে পাবে না।
এছাড়া আরো কিছু সাইট আছে যারা আপনার প্রয়োজনীয় ফাইল জমা রাখতে দেয়।

ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Jakaria al Mahmud

jakaria bio info...
View

পূঞ্জিকা

March ২০২৪
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১