নতুন প্রকাশনা সমূহ:

আমাদের সম্পর্কে

ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ার ব্লগ ’ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতামত প্রকাশের একটি মাধ্যম যাতে তাদের সমস্যা, অভিজ্ঞা,পরামর্শ, সুচিন্তিত সহ সকল উপকারীমূলক মতামত সুন্দর ভাবে প্রকাশ করবেন। এখানে ডিপ্লোমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নতির  সর্ম্পকে আলোচনা করা হবে। অধ্যায়নরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিগতসনের প্রশ্নপত্র,সাজেশন,প্রয়োজনীয় বই এর সফটকপি দেওয়া হবে। এছাড়া ডিপ্লোমাদের বিভিন্ন চাকুরীর খবর সহ উচ্চশিক্ষার ব্যাপারে সহযোগীতা করা হবে। অথ্যাৎ সকলপ্রকার তথ্যপ্রযুক্তির ব্যাপারে আপডেট খবর দেওয়া হবে।মাঝে মাঝে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা করা হবে।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোন আবিস্কার সর্ম্পকে বিস্তরভাবে তুলে ধরা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির পক্ষে গঠনমূলক যুক্তি উপস্থাপন করা হবে।

ডিপ্লোমা -ইন-  ইঞ্জিনিয়ার  ব্লগ ব্যবহারের নিয়মাবলি:
মত প্রকাশের বৃহৎ এই ব্লগ আপনাদের সকলের অংশগ্রহণে হয়ে উঠুক প্রাণবন্ত। ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ার ব্লগে আপনার সব ধরণের লেখা, মতামত প্রকাশের আগে ব্যবহারবিধি জেনে নিন।
• ব্লগিং পোষ্ঠ করার জন্য সদস্য হতে হবে যাতে কিছু তথ্য দিতে হবে। মার্জিত ছবি সংযুক্ত করতে হবে।
• বাংলাদেশ, দেশের মুক্তিযুদ্ধ, ভাষা, কোনো জাতি এবং ধর্মীয় কোনো বিষয়, যা কারো অনুভূতিতে আঘাত করে কিংবা কাউকে অবমাননামূলক লেখা প্রকাশ করা যাবে না।
• যেকোন পোস্ট সরাসরি প্রকাশ করা হবে না কারন তা আগে দেখা হবে । পোস্ট প্রকাশে সামান্য দেরি হতে পারে।
• রাজনৈতিক আলোচনা করা যাবে না বা প্রচার করা যাবে না।
• নেতিবাচক কোনো প্রভাব ফেলে এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না।
• লেখায় কিংবা মতামতে কারো প্রতি ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
• সহব্লগারদের যথাযথ সম্মানের সাথে দেখতে হবে। কাউকে কোনো গালাগালি কিংবা কুরুচিপূর্ণ মন্তব্য করা যাবে না। ব্লগারদের লেখার বাইরে ব্যক্তিগত কোনো মন্তব্য করা যাবে না।
• ৭. ব্যবহারবিধি না মেনে কোনো পোস্ট প্রকাশিত হলে যে কোনো সময় ব্লগ কর্তৃপক্ষ তা অপসারণ করতে পারে। এবং তার সদস্যপদ বাতিল করতে পারে।
• কতৃপক্ষ যে কোন সময় ব্যবহার বিধি পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে।

অনুরোধক্রমে
কতৃপক্ষ

বিশেষ প্রয়োজনেঃ
ই-মেইল: diplomaengineer.net@gmail.com
Facebook: diplomaengineerbd

পূঞ্জিকা

March ২০২৪
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১