নতুন প্রকাশনা সমূহ:

উড্ডয়ন করলো বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ

বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ ‘এয়ারল্যান্ডার-১০’ প্রথমবারের মতো উড্ডয়ন করেছে। গতকাল যুক্তরাজ্যের কার্ডিংটন শহর থেকে চারদিনের যাত্রা শুরু করেছে এটি।

৮৫ বছরের চেষ্টার পর এ সাফল্য পেল ব্রিটেন। এর আগে ১৯৩০ সালের অক্টোবরে আর-১০১ উড্ডয়নের চেষ্টা করেছিল। তবে সে যাত্রায় যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পৌঁছার পর সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় নিহত হন অন্তত ৪৮ যাত্রী। এরপর দীর্ঘদিন এই গবেষণা বন্ধ রেখেছিল ব্রিটিশ সরকার।

এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯২ মিটার দীর্ঘ এয়ারল্যান্ডার-১০ তৈরি করেছে হাইব্রিড এয়ার ভেহিকলস (এইচএভি) কর্তৃপক্ষ। ১৩ লাখ ঘনফুট হিলিয়ামে ১৬ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারবে এটি। যাত্রী ছাড়া দুই সপ্তাহ এবং যাত্রীসহ পাঁচদিন আকাশে উড়তে পারবে এ যান।

ভবিষ্যতে বাণিজ্যিকভাবেও ব্যবহার করা যাবে এয়ারল্যান্ডার-১০। এইচএভি বলছে, মানবিক ত্রাণ বিতরণ, যোগাযোগ ও নজরদারির জন্যও ব্যবহার করা যাবে এটি। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত রবিবার এ উড়োজাহাজের উড্ডয়ন বাতিল করা হয়।

Leave a Reply

Diploma Engineers

ডিপ্লোমা -ইন- ইঞ্জিনিয়ার ব্লগ ’ হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতামত প্রকাশের একটি মাধ্যম যাতে ...
View

পূঞ্জিকা

April ২০২৪
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০