নতুন প্রকাশনা সমূহ:

হলোফ্লেক্স : বিশ্বের প্রথম ভাঁজযোগ্য থ্রিডি স্মার্টফোন

প্রযুক্তিবিশ্বের পালাবদলে এবার বাজার মাতাতে আসছে বিশ্বের প্রথম হলোগ্রাফিক স্মার্টফোন। থ্রিডি এই স্মার্টফোনকে ইচ্ছামতোই ভাঁজ করতে পারবেন গ্রাহকরা! এমনটাই দাবি গবেষকদের।
কানাডার কুইনস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, হলোফ্লেক্স নামক এক স্মার্টফোন প্রস্তুত করার বিষয়ে তারা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এই হলোফ্লেক্সই হবে বিশ্বের প্রথম থ্রিডি স্মার্টফোন।
গবেষকদের দাবি, এই স্মার্টফোনের ১৯২০x ১০৮০ রেজ্যুলেশনের ডিসপ্লে থেকে আলো নির্গত হবে। শুধু তাই নয়, এই ফোন ১৬০০০ ফিসআই লেন্সও থাকবে।
কোনো রকম থ্রিডি চশমা ব্যবহার না করেই থ্রিডি ছবি দেখা যাবে এই স্মার্টফোনে। পাশাপাশি খেলা যাবে থ্রিডি ভিডিও গেমও।
এখানেই শেষ নয়, এই স্মার্টফোনে থাকবে চোখ ধাঁধানো ফিচার। থ্রিডি ছবিও মিলবে এই স্মার্টফোনে। টুডি ফোনে যেমন এক্স এবং ওয়াই অক্ষ বরাবর স্ক্রিনটাচ করতে পারেন, এই ফোনে তেমনভাবেই এক্স, ওয়াই এবং জেড বরাবর অক্ষ টাচ করতে পারবেন গ্রাহকরা।
গবেষকদের আরও দাবি, পকেট বান্ধব বানাতে এই ফোনকে ইচ্ছামতো ভাঁজ করে নেওয়া যাবে।
তবে এই ফোনের কবে বাজারে আসবে তা এখনো জানা যায়নি। সূত্র- ইকোনোমিক্স টাইমস।

Leave a Reply

পূঞ্জিকা

May ২০২৪
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১